শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে হত্যাকে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ পরিবারের।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৪০৬ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌলভীবাজার রোডে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন ব্যাংকার সঞ্জয় কুর্মী ও তাঁর স্ত্রী মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্না কুর্মী।

শুক্রবার (১৮ই মার্চ) দুপুরের পর সঞ্জয় কুর্মী বাসায় এসে দেখেন তাঁর স্ত্রী ঝর্না কুর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সঞ্জয় কুর্মী সাথে সাথে মোবাইল ফোনে তাঁর শাশুড়ীকে বিষয়টি জানালে তারা এসে দেখেন গলায় ফাঁস লাগানো অথচ হাঁটু ঘরের ফ্লোরে মধ্যে লাগানো। ঝর্না কুর্মী মা (সঞ্জয় কুর্মীর শাশুড়ীর) ধারনা তাদের মেয়েকে মেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়ার জন্য নাটক তৈরি করেছে। মেয়ের মা জামাই সঞ্জয় কুর্মীকে হত্যাকারী বলে মনে করছে। শ্রীমঙ্গল থানা পুলিশের দল সরিজমিনে গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজারে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন বলে জানান থানা পুলিশ। এদিকে সঞ্জয় কুর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656