শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শান্তিগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষ! আহত অর্ধশতাধিক।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৯৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে বাড়ির রাস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত লোক।

রবিবার দুপুরে ইউনিয়নের বীরগাঁও গ্রামে মিজানুর রহমান ওরফে নিজাম উদ্দিন ও আমাজদ আলীর গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, কিছুদিন ধরে গ্রামের মিজানুর রহমান ওরফে নিজাম উদ্দিন ও আমাজদ আলীর গোষ্ঠীর মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল।

রবিবার সকাল ১১ টায় শালিসের উপস্থিতিতে বাড়ির রাস্তা নির্ধারণের সময় দুই পক্ষের লোকেরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নিজাম উদ্দিনের লোকেরা প্রতিপক্ষ আমজদ আলীর বাড়িতে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

দুই ঘন্টার অধিক সময় দফা দফায় দেশী অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিগঞ্জ থানা পুলিশ।পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়ে শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ইউপি সদস্য জুবায়ের আহমদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656