


জামালগঞ্জ বিশেষ প্রতিনিধি।
আবতাহিনুর খান উদয়:- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আগুন লেগে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে জামালগঞ্জের আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।গত মঙ্গলবার বেলা ৩টা রাজেন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সুপার সিক্সটির সভাপতি আরিফ আল মাহফুজ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবরের নির্দেশে সোমবার বিকেলে সুপার সিক্স সদস্যরা ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছায় তাদের বাড়িতে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাচনা বাজার ইউনিয়নের টিমলিডার তোফাজ্জল ইসলাম, ফেনারবাকের ইউনিয়নের টিম লিডার মুহাম্মদ আবতাহিনুর খাঁন উদয়, ভীমখালি ইউনিয়নের (ভারপ্রাপ্ত) টিম লিডার আব্দুস সামাদ আফিন্দী, সুপার সিক্সটির সদস্য রাহাত আলম হৃদয়,মেহেদী হাসান উজ্জল,খোকন মিয়া সহ অনেকেই।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের একটি তালাবদ্ধ ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা। পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তরা হলেন- রাজেন্দ্রপুর গ্রামের স্বদেশ তালুকদার, দেবদুলাল সরকার, দ্বীজেন্দ্র কুমার তালুকদার, পিযূষ কান্তি তালুকদার, নৃপেন্দ্র কুমার তালুকদার, রতন মজুমদার, জীবন সরকার, তাপশ মজুমদার জানান, তাদের বাড়ির ধান, চাল, আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আর তাদের কোন অবলম্বন নেই।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

