রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে নুর’স ফাউন্ডেশনের পক্ষথেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৭৬ বার পড়া হয়েছে

মো.আব্দুল্লাহ আল যোবায়ের শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ পালিত বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এক তার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২৬ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে এম এ হান্নান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ঘোষণা পত্র পাঠ করেন। পরে ২৭ মার্চ জিয়াউর রহমান একই কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন।

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। শ্রীমঙ্গল পৌরসভার প্রাঙ্গনে সকাল ৮ ঘটিকার সময়ে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু ও পৌরসভার সর্বস্তরের দর্শনার্থীদের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যেমে পাতাকা উত্তোলন করা হয়।

এসময় বিভিন্ন সংগঠনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। নূর’স ফাউন্ডেশন ইউ’কে অ্যান্ড বিডি এর পক্ষথেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিল জনাব মাসুদুর রহমান মসুদ, শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হানিফ চৌধুরী, নুর’স ফাউন্ডেশনের বাংলাদেশ, সমন্বয়ক রুমন আহমেদ চৌধুরী, সমন্বয় কে.এস আরিফুল ইসলাম,সিনিয়র সদস্য, নেছার আহমেদ, দেলোয়ার হোসেন নাহিদ, সাপ্তাহিক চায়ের রাজধানীর, সম্পাদক, সৈয়দ মিজানুর রহমান, সান আহমেদ, স্বপ্ন দাশ,আকাশ আহমেদ প্রমুখ।

নুর’স ফাউন্ডেশন ইউ’কে.আ্যন্ড বিডি চেয়ারম্যান শেখ মো.আব্দুর নূর এক ভিডিও বার্তায় জানান, নূর’স ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমের অংশ গ্রহন করতে পেরে আনন্দিত, ইনশাআল্লাহ আগামীতে আপনাদের দোয়া ও ভালোবাসায় মানুষের সেবা করার সুযোগ দিবেন বলে আশাবাদী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656