শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

বন্দুক দেখিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় আসেনি: -পরিকল্পনামন্ত্রী! 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৭১ বার পড়া হয়েছে

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি।

বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত ১২ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে পরিবর্তন করেছেন। দেশের উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু ব্যক্তি রাজনীতির নামে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চায়। তারা বন্দুক দেখিয়ে ক্ষমতায় আসতে চায়। আওয়ামীলীগ বন্দুকের দল নয়। বন্দুক দেখিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় আসে নি। এই দেশের জনগন আওয়ামীলীগকে ভালোবেসে ক্ষমাতায় এনেছে। যার ফলে দেশে উন্নয়নের পাশাপাশি দেশের জনগনেরও ভাগ্য পরিবর্তন হচ্ছে। বুধবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার তাজপুরে রণধীর পাল উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রণধীর পাল কল্যাণ ট্রাস্টের উদ্যোগে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এতে করে শিক্ষার উন্নয়নের পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধি পাবে। আমাদের উচিৎ বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের মতো বাংলার মানুষের কল্যানে এগিয়ে আসা। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন ভাটি এলাকার, হাওড় এলাকার কষ্ট- দারিদ্র তিনি বুঝেন। তাই ভাটি এলাকার উন্নয়নেও প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন।এসময় বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব ও নতুন ভবন নির্মানের আশ্বাস প্রদান করেন তিনি।

রণধীর পাল কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি রবিন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, অতিরিক্তি পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656