শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রসহ ২ জন।

আব্দুল্লাহ আল-যোবায়ের
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫৩০ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম বিরাইমপুর সুরভি পাড়া এলাকার বাসিন্দা নুরুন বেগমের ছেলে রায়হান তাঁর স্ত্রী সাথে ঝগড়ার মিমাংসার জের ধরে মধ্যেস্থকারি কলেজ ছাত্র নাইমুর রহমান নাহিদ ও জাবেদ আহমেদকে ছুরিকাঘাত করে আহত করেছে বলে জানা যায়।

রবিবার ৩রা এপ্রিল আহতদের চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাখা হয়নি। পরে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন আছে বলে জানা যায়। এ দিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রায়হান ও তাঁর সাথে থাকা সহযোগীদের আইনের আওতায় আনার জন্য শ্রীমঙ্গল পুলিশের তদন্ত চলছে বলে পুলিশসূত্র জানায়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656