শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ধান উৎপাদন,,হাওড় বার্তা

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৫ মে, ২০২১
  • ৯৯৮ বার পড়া হয়েছে

 

নিজেস্ব প্রতিবেদন

দেশের লোকজন কথায় কথায় বলেন হাওড় অঞ্চল সুনামগঞ্জ ঠিক তার প্রমাণ মিলেছে এবার সুনামগঞ্জ জেলাধীন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে হাওড়ে ধানের বাম্পার ফলন হয়েছে দক্ষিণ সুনামগঞ্জে।

আবহাওয়া অনুকূলে থাকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বোরো ধান কাটা প্রায় শেষ।

৫মে মঙ্গলবার উপজেলা বোরো ধান কর্তনের অগ্রগতি বিষয়ে হাওড় বার্তা পত্রিকার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান সাথে মতবিনিময়কালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ বলেন, হাওড়ের শতভাগ ধান কাটা শেষ৷ চলতি বছরে উপজেলায় ২২ হাজার ২০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়েছে।
যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এ বছর ধান উৎপন্ন হয়েছে এক লক্ষ ১০ হাজার মেট্রিকটন। যার বাজার মূল্য হবে ২৫০ কোটি টাকার উর্ধে।

পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের কৃষক হারুন মিয়া হাওড় বার্তা কে জানান, আমি ১২ কেদার জমি আবাদ করেছিলাম সব ধান কাটা শেষ। আবহাওয়া ভালো থাকায় এবার আমি ও এলাকার কৃষকরা খুশি মনে ধান তুলতে পেরেছি৷ আর এইরকম আবহাওয়া আমার জন্ম হওয়ার পরে আর দেখিনি, আবহাওয়া অনুকূল থাকায় বাম্পার ফসল পেয়েছি এই বার।

 

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656