শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

ছাত‌কে হামলায় বাবা-মেয়ে আহত! 

হাসান আহমদ
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি।

ছাত‌কে জ‌মি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ও মেয়ে আহত হয়েছেন। তাদের মধ্যে বাবার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় কৈতক হাসপাতাল থে‌কে আহত বাবা ও মেয়েকে সি‌লেট ওসমানী মে‌ডিক‌্যা‌লে ক‌লেজ হাসপাতা‌লে ভ‌তি করা হ‌য়ে‌ছে।

এঘটনা‌কে কেন্দ্র ক‌রে গ্রামবা‌সির দুপ‌ক্ষের ম‌ধ্যে টান টান উ‌ত্তেজনা দেখা দি‌য়ে‌ছে। গত রোববার বিকা‌লে উপজেলার দোলারবাজার ইউনিয়নের চানপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

জানা গেছে, শা‌হিন মিয়া ও আব্দুল মা‌লিক স‌ঙ্গে দীঘ‌দিন ধরে খ‌রিদা ভু‌মি নি‌য়ে দুপ‌ক্ষের ম‌ধ্যে বি‌রোধ চ‌লে আস‌ছে। দুপ‌ক্ষের বি‌রোধ নিম্প‌তির ল‌ক্ষে গত রোববার বিকা‌লে

গ্রামবা‌সি উ‌দ্দ্যো‌গে শা‌লিস বৈঠ‌কের আ‌য়োজন ক‌রেন। এ বৈঠ‌কের শা‌হিন মিয়ার পক্ষ মা‌লিক পক্ষদ্বয়কে নি‌য়ে গ্রামবা‌সি শা‌লিশ বৈঠক অনু‌ষ্টিত হবার আ‌গেই শা‌হিন ও নুরুল ইসলা‌মের নেতৃ‌ত্বে মা‌লিক পক্ষদ্বয়ের ওপর দা রামদা নি‌য়ে অত‌কিত হামলা চালায়। এ হামলায় আব্দুর র‌শিদ (৫৫)বাবা,নাইমা র‌শিদ তা‌ন্নি(২০)‌কে মার‌পিট ক‌রে গুরুত্ব জখম ক‌রে।

হামলাকারীরা আব্দুর র‌শিদ (৫৫)কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় বাবাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে নাইমা র‌শিদ তা‌ন্নি(২০)‌ ও আহত হন। পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আব্দুর র‌শিদ (৫৫) অবস্থা বেগ‌তি দেখা দেয়ায় তা‌কে জরুরীভি‌ক্তি‌তে সি‌লেট ওসমা‌নি মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসাতা‌লে পাঠা‌নো হয়।

এ ঘটনায় গত সোমবার সকা‌লে আব্দুল মা‌লিক বাদী হ‌য়ে উপজেলার দোলারবাজার ইউনিয়নের চানপুর গ্রামে মৃত ইদ্রিস আলীর পুত্র শা‌হিন মিয়া‌সহ ৫জ‌নের না‌মে থানায় এক‌টি লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রা হয়।

এব‌্যাপা‌রে থানার ওসি মাহবুবুর রহমান এ হামলার ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, হামলাকা‌রি‌দের না‌মে লি‌খিত অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি,তদন্তপুবক আইনানুগত ব‌্যবস্থা নেয়া হ‌বে। ঘটনাস্থ‌লে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656