শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

রমনা এবং সোহরাওয়ার্দী উদ্যানের শত শত গাছ র্নিবিচারে কেটে ফেলায় সেইভ ফিউচার বাংলাদেশ এর অবস্থান কর্মসূচি পালন,হাওড় বার্তা

মনিরুজ্জামান মনির
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ১০২৫ বার পড়া হয়েছে

 

ঢাকা জেলা প্রতিনিধি 

রমনা এবং সোহরাওয়ার্দী উদ্যানকে ঢাকার ফুসফুস বলা হয়। কেননা এই দুটো স্থানেই সব থেকে বেশি গাছ। অথচ সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে।
এখনও প্রায় অর্ধশত গাছে লাল চিহ্ন দিয়ে রাখা হয়েছে, সেগুলোও কাটা হবে৷ তবে আর একটি গাছও আমরা কাটতে দিব না। গাছ ও পরিবেশ রক্ষায় আমাদের আন্দোলন চলবে৷
আমাদের দাবি, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা বন্ধ করতে হবে। গাছ কাটা বন্ধ করে, গাছ রক্ষা করতে হবে।
একদিকে বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে চলছে, বাংলাদেশও দিন দিন উষ্ণায়ন বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে বাংলাদেশ। পরিবেশের বিরূপ আবহাওয়ার কারণে ইতোমধ্যে দেশের জনগণ ভূগছে। অন্যদিকে দিনরাত বিভিন্নভাবে পরিবেশের ক্ষতি করা হচ্ছে। সেসকল কর্মযজ্ঞ বন্ধ করতে হবে। পরিবেশ রক্ষা করতে হবে৷

এই সেচ্ছাসেবকরা বলেন তাদের এই দাবি অবিলম্বে মানতে হবে।অন্যথায় তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656