শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিল্পপতি ফজলে করিম খোকার উদ্যোগে ঈদ বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৪১৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়া মিলপাড়ার ঐতুব কেমিক্যাল ওয়ার্কসের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি শেখ ফজলে করিম খোকার উদ্দোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। ঈদ বস্ত্র ও সেলাই মেশিন বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

২৯ শে এপ্রিল শুক্রবার সকাল ৯ টার সময় মিলপাড়া ফজলে করিম খোকার নিজ বাসভবনে ঈদ বস্ত্র শাড়ী ও লুঙ্গি বিতরন করা হয়েছে। এ ছাড়াও অসহায় দুস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে তাদের মাঝে ১২টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও তিনি অসহায়দের মাঝে ২২০০ টি শাড়ী, ২০০ টি লুঙ্গী ও স্বামী পরিত্যক্ত, বিধবা ও দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১২ টি অত্যাধুনিক সেলাই মেশিন বিতরন করেছেন।

শেখ ফজলে করিম খোকা বলেন, আমি প্রতিবছর ঈদের সময় অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরন করি। কিন্তু এবার আমি দুস্থ নারীদের মাঝে ১২ টি অত্যাধুনিক সেলাই মেশিন উপহার দিয়েছি। যাতে তারা সংসারে স্বাবলম্বী হয়ে উদ্দোক্তা হতে পারে। এ সময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা লাভলু, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক দ্বীন ইসলাম, সহ এলাকার মান্যগণ্য ব্যাক্তিবর্গরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656