শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

অবশেষে উদ্বোধন হলো: বাগানাবাড়ী রিংকু বর্ডার হাট!

আবু তাহের মিসবাহ
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১০৬৮ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার বিশেষ প্রতিনিধি 

বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী রিংকু বর্ডার হাটের শুভ উদ্বোধন হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ আসনের গণমানুষের নেতা ছাতক দোয়ারার মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার মি.নিরাজ কুমার জয়সওয়াল,ভারতীয় হাইকমিশননের সহকারী সেক্রেটারি রমেশ বাবু।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। উপজেলা নির্বাহী অফিসার জনাব দেবাংশু কুমার সিংহ মহোদয়, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর সাহেব, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু,দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর সাহেব,বোগলাবাজার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম সহ দোয়ারাবাজার উপজেলার আরোও অনেক নেতাকর্মীগন।

উদ্বোধন শেষে সাংবাদিকরা মুহিবুর রহমান মানিক এমপি এবং জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনকে বোগলাবাজার টু বাগানবাড়ির রাস্তার বেহাল অবস্থা সম্পর্কে প্রশ্ন করলে উনারা বলেন- অতিদ্রুত রাস্তার কাজ শুরু করা হবে এবং বর্ডার হাটের মাধ্যমে অতি শীঘ্রই অত্র এলাকার উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656