


সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ (১৭মে) মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৫ জন।
নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন ৪জন। ১৪৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন এনামুল হক, ১৩৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. আজিজুল হক, ১৩৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ফরিদ আহমেদ ও ১২৪ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন নহর মিয়া।
অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লাকী বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. সুজলা বেগম ৭৬ ভোট পেয়েছেন।
দাতা সদস্য নির্বাচিত হয়েছেন ১৭ ভোট পেয়ে মক্তছির আলী।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রজ্ঞন পুরকায়স্থ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

