শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

চৌহালীতে ক্ষতিগ্রস্ত মাঝে চেক বিতরণ। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৭৮ বার পড়া হয়েছে

চৌহালী উপজেলা প্রতিনিধি। 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নদী ভাঙ্গন, বজ্রপাত,পানিতে ডুবে মৃত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪ পরিবারকে ১০ লক্ষ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে চৌহালী উপজেলার চত্তরে ইউএনও আফসানা ইয়াসমিন এর সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া,সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ প্রমুখ। প্রধান অতিথি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে নদী ভাঙ্গন ১৯ জনকে ৫০ হাজার করে টাকার চেক, অন্যান্যকে ২৫ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়। তিনি আরও বলেন পর্যায়ক্রকে প্রত্যেক ইউনিয়নে তালিকা অনুযায়ী চেক বিতরণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656