


সুনামগঞ্জ সদর প্রতিনিধি।
মো.শরীফ উদ্দিন: হাওরাঞ্চলে ইংরেজি শিক্ষার সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে “বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স এসোসিয়েশন” ( বেল্টা) সিলেট এর উদ্যোগে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক ও বেল্টা সিলেট এর কো-অর্ডিনেটর প্রণব কান্তি দে’র সভাপতিত্বে ও দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মো. মশিউর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দোয়ারাবাজার সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক এমদাদুল হক মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, বিশেষ অতিথি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইভা রায়, দোয়ারাবাজার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বীরপ্রতীক ইদ্রিস আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাগলা সরকারি স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক হেলাল আহমদ, দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের প্রভাষক আবু সুফিয়ান টিপু, প্রভাষক সুজিত চন্দ্র সরকার, জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মীর মোশাররফ হোসেন, লবজান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সত্তার, শিক্ষার্থী তৈয়বুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিকের অধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

