শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

নূপুর শর্মার শাস্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে

মাগুরা জেলা প্রতিনিধি।

ভারতীয় (বিজেপি)নেতা নূপুর শর্মার শাস্তির দাবিতে শুক্রবার মাগুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জুম্মার নামাজ শেষে দুপুর আড়াইটায় শহরের নোমামী ময়দান থেকে নবীপ্রেমী তাহহিদী জনতার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে জেলার ধর্মপ্রাণ হাজার হাজার মুসল্লি অংশ নেন।মহানবী (সাঃ)কে অবমাননা করে বক্তব্য রাখায় বিজেপি নেতা নূপুর শর্মার বিরুদ্ধে নানা শ্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারী মুসল্লিরা।

জেলার বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারি সাধারণ মুসল্লিরাও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নূপুর শর্মার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদির বিরুদ্ধেও নানা শ্লোগান দেন।

বিক্ষোভ মিছিলের আগে বিজেপি নেতা নূপুর শর্মার গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন মাওলানা আকরাম হোসেন, ছাত্রদলের সভাপতি আব্দুল রহিম, রিয়াজ হোসেন, মাহফুজ হোসেন শিবলু প্রমুখ বক্তারা।

মাগুরা শহর ছাড়াও জেলার মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলাতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656