শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

তালায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সুজনশাহ বাজারে বিট পুলিশ সমাবেশ অনুষ্ঠিত।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৮১ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।

“বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপত্তা সমাজ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে তালার ইসলামকাটি সুজনশাহা বাজারে বিট পুলিশ এএসআই আমজাদ হোসেনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশ সমাবেশ।

শনিবার (১১ জুন) বিকাল ৫.৩০ টার সময় তালা উপজেলা ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহা বাজারে স্থানীয় বিট পুলিশের আয়োজনে ইসলামকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অধ্যাপক জনাব সুভাষ সেন এর সভাপতিত্বে ও বিট পুলিশ এস আই সোলায়মান কর্মকর্তা সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফখরুল আলম খাঁন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এস আই কাউছার। এছাড়াও উক্ত সভানুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত ইউপি মেম্বার, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম, মিডিয়া কর্মী, সুধিবৃন্দ তথা বিভিন্ন শ্রেণি এবং পেশার মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন।

উক্ত সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা প্রাধান্য পায়। এছাড়া উপস্থিত অতিথিরা বলেন, সমাজে হানাহানি মারামারি বন্ধে, আইনশৃঙ্খলা সম্মত রাখতে এই বিট পুলিশ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656