শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপার্চায হলেন- আবু নাঈম শেখ।

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৫২ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এর গনিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবু নঈম শেখ।

বিশ্ববিদ্যালয়ের আর্চায ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে ডুয়েট এর গনিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু নঈম শেখকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের কথা বলা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য হিসেবে এ নিয়োগের মেয়াদ চার বছর হবে এবং বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ও একাডেমিক নির্বাহী হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

শহিদুল ইসলাম রেদুয়ান / ১৪ই জুন ২০২২খ্রিস্টাব্দ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656