শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

ভয়াবহ বন্যায় দোয়ারাবাজারে অসংখ্য মানুষের মৃত্যু!

আবু তাহের মিসবাহ
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৪৩৫ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার বিশেষ প্রতিনিধি 

দোয়ারাবাজার উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়ন সমূহে জুন মাসে বহুমুখী বিধ্বংসী ভয়াল বন্যা চলাকালীন বজ্রপাত, টিলা ধ্বস, নৌকাডুবি, প্রবল স্রোত ইত্যাদি বিভিন্ন ভাবে নিহত হয়েছে অসংখ্য মানুষ নিম্নে কয়েকজনের তালিকাঃ

০১. বাংলাবাজার ইউনিয়ন – 

(ক) বজ্রপাতে কলোনি গ্রামের শুকুর আলী(১৭) পিতামৃত নোয়াব আলী ১৬/০৬/২২ বৃহস্পতিবার দুপুরে মারা যায়।

(খ) টিলা ধ্বসে প্যাকপাড়া গ্রামের হনুফা(৫০) স্বামী আব্দুর রশীদ ১৭/০৬/২২ শুক্রবার সকাল ৬টায় মারা যান।

০২. নরসিংপুর ইউনিয়ন – 

বজ্রপাতে পূর্ব চাইরগাঁও গ্রামের শফিক ১৭/০৬/২২ শুক্রবার সকালে মৃত্যু।

০৩. মান্নারগাঁও ইউনিয়ন – 

ঘরের ভিতর বন্যার পানিতে ডুবে পুটিপশী গ্রামের নিকুঞ্জর মা (বৃদ্ধা) ১৬/০৬/২২ বৃহস্পতিবার রাতে মৃত্যু, প্রতিবেশীরা পরদিন পেয়ে দাহ করার সুযোগ না থাকায় লাশ বস্তায় ভরে নদীতে ফেলে – বলগেট শ্রমিক নিকুঞ্জ বাড়িতে নাই।

০৪. দোহালিয়া ইউনিয়ন – 

(ক) নৌকা সহ মাছ ধরতে গিয়ে জীবনপুরের জেলে আবদুল হাসিম নিখোঁজ হন ১৩/০৬/২২সোমবার, পরদিন গোস্তগানি হাওরে লাশ উদ্ধার।

(খ) নৌকাডুবিতে রামনগরের মৃত সিদ্দেক আলীর পুত্র ইমামুদ্দিন ১৬/০৬/২২ বৃহস্পতিবার নিখোঁজ হন, ২১/০৬/২২ মঙ্গলবার তাঁর লাশ পাওয়া যায়।

৫.লক্ষিপুর ইউনিয়ন-

বাঁধভাঙা পানির প্রবল স্রোতে ঘর থেকে আনফর আলী একমাত্র ছোট্ট ছেলে ও স্ত্রী সহ ১৬/০৬/২২ বৃহস্পতিবার রাতে বেরিয়ে নিখোঁজ হয়, জীবিত স্ত্রীকে সড়কের পাশে ও ছেলেকে একটা গাছের ডালে পাওয়া যায়, নিখোঁজ আনফরের লাশ শনিবার উদ্ধার হয়।

০৬. বোগলাবাজার ইউনিয়ন –

চিলাই নদীর বাঁধ ভেঙে আগত প্রবল স্রোতে আলমখালী গ্রামের কালা মিয়ার স্ত্রী জাহানারা বেগম(৬০) ১৬/০৬/২২ বৃহস্পতিবার রাত ২টায় নিখোঁজ হন, ১৮/০৬/২২ শনিবার সকালে লাশ পাওয়া যায়।

০৭. সুরমা ইউনিয়ন –

(ক) ঝড়ে নৌকাডুবিতে রাজনগরের এসএসসি পরীক্ষার্থী তামান্না (১৫) ও ছাত্র সৌরভ (১০) ভাইবোন স্কুলে যাবার পথে ১৫/০৬/২২ বুধবার সকালে গুজাউরা হাওরে নিখোঁজ হয়, পরে লাশ পাওয়া যায়।

(খ) বজ্রপাতে টেংরা গ্রামের নূর ইসলামের পুত্র সাদ্দাম হোসেন (৩২) ও এসএসসি পরীক্ষার্থী জরীপ হোসেন পরিবারের সদস্যগণ সহ নৌকাযোগে আশ্রয় কেন্দ্রে আসার সময় মৃত্যু হয়, সাদ্দামের লাশ সাথে সাথে এবং জরীপের লাশ ২০/০৬/২২ সোমবার সকালে পেয়ে দাফন করা হয়।

(গ) বন্যার পানির প্রবল স্রোতে টেংরা গ্রামের আবুল কাশেম (পুলিশ) পিতা মৃত তাহেরউদ্দিন ১৭/০৬/২২ শুক্রবার রাতে মোটরসাইকেল সহ কাটাখালীর কাছে নিখোঁজ হন, ১৯/০৬/২২ রবিবার সন্ধায় লাশ পাওয়া যায়।

(ঘ) শরীফপুরের জমির হোসেনের পুত্র শিশু সাদমান হোসেন(৪) ২০/০৬/২২ সোমবার সকাল ১০টায় নৌকা থেকে পানিতে পড়ে ডুবে মারা যায়।

(ঙ) যোগাযোগ বিচ্ছিন্নতায় অক্সিজেনের অভাবে আজবপুরের শ্বাসকষ্টের রোগী বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন পিতা মৃত আফসার উদ্দিন ১৭/০৬/২২ শুক্রবার মৃত্যু বরণ করেন।

নিহত মুসলমান গণের জানাজা ও দাফন যথাযথ ভাবে সম্পন্ন হয়েছে।উপর্যুক্ত পরিবার গুলোর মধ্যে তামান্না, সৌরভ ও আবদুল হাসিম এই ৩(তিন) জনের পরিবারকে ২০(বিশ) হাজার করে মোট ৬০(ষাট) হাজার টাকা সরকারি অনুদান দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656