


নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের জন্য নাসিরনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
শনিবার ২৫ জুন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম ও উপজেলা বাসীর পক্ষে অভিনন্দন জ্ঞাপন করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উলেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন স্বাধীনতা আর স্বাধীনতার ৫০ বছর পর আপনার হাতে পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বাংলার যোগাযোগ এক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা বুকে পদ্মা সেতু ঠাঁই পেয়েছে। আপনার দক্ষ নেতৃত্বে স্বাধীনতার প্রতীক,সাহসের প্রতীক, সেতু নয় এটা আমার হাতে গড়া একটা ইতিহাস। বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে অন্য রকম উচ্চতায় নিয়ে এসেছে এই সেতু উদ্বোধনে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

