শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শান্তিগঞ্জে পুকুরে ঘাট বাঁধার জেরে যুবক খুন !

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁওয়ে পুকুরে ঘাট বাঁধার বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের হাতে এক যুবক খুন হয়েছে। নিহত নাজিবুল (৪০) উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পশ্চিমপাড়া এলাকার তকলিবুদ্দিনের ছেলে।

জানা গেছে, রোববার (৩ জুন) সকাল ১১টায় পুকুরে ঘাট বাঁধা নিয়ে এলাকার আপন চাচাতো ভাই নাজিমুল ও সেপুল মিয়ার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দুই পরিবারের পুরুষরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরপর সেটা সংর্ষের রূপ নেয়। দেশীয় অস্ত্রের আঘাতে নাজিবুল নামে এই যুবক আহত হয়৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খুনের ঘটনার সত্যতা স্বীকার করে শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। মরদেহ সুরতহাল করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656