


হাওড় বার্তা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁওয়ে পুকুরে ঘাট বাঁধার বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের হাতে এক যুবক খুন হয়েছে। নিহত নাজিবুল (৪০) উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পশ্চিমপাড়া এলাকার তকলিবুদ্দিনের ছেলে।
জানা গেছে, রোববার (৩ জুন) সকাল ১১টায় পুকুরে ঘাট বাঁধা নিয়ে এলাকার আপন চাচাতো ভাই নাজিমুল ও সেপুল মিয়ার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দুই পরিবারের পুরুষরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরপর সেটা সংর্ষের রূপ নেয়। দেশীয় অস্ত্রের আঘাতে নাজিবুল নামে এই যুবক আহত হয়৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খুনের ঘটনার সত্যতা স্বীকার করে শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। মরদেহ সুরতহাল করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

