


আবু তাহের মিসবাহ।
গত ২ধাপের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলার লক্ষ লক্ষ মানুষ। এতে হাজার হাজার মানুষ হয়েছে ঠিকানাহীন ঘরবাড়ি নেই এই আহাজারিতে রয়েছে সবাই।
বন্যা শুরু হওয়ার একসপ্তাহ ছিলোনা বিদ্যুৎ ছিলোনা মোবাইল নেটওয়ার্ক, পরিশেষে পরিস্থিতি অনুকুলে আসলেও এখনো সেই ক্লান্তি এবং ভোগান্তি দূর হয়নি সিলেট সিটির হাজার হাজার মানুষের এখনো বিভিন্ন পয়েন্টগুলির মানুষেরা পানিবন্দী অবস্থায় রয়েছে সিলেট রেলগেইট রোডের বঙ্গবীর রোডে এখনো পানিবন্দী হাজার হাজার মানুষ, রাস্তায় এবং দোকানপাটে পানি থাকায় সকলেই দুঃখে কষ্টে জীবনযাপন করতেছে।
তথ্যসূত্রে অত্র এলাকার মানুষেরা হাওড় বার্তার বিশেষ প্রতিনিধি আবু তাহের মিসবাহকে জানাই যে সিলেট সিটিতে অধিকাংশ জায়গায় পানি না থাকলেও আমাদের এলাকায় এখনো পানিবন্দী হাজার হাজার মানুষ, এখনো তারা ঘরে ফিরতে সক্ষম হতে পারেনি।
বিভিন্ন ব্যবসায়ীরা জানাই তাদের দোকানের লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে বিগত বন্যায় আদও সেই মালামাল শুকানোর কোন রাস্তা পাচ্ছেনা।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

