শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

বিশ্বনাথের সাংবাদিকরা সবার আগে মানবতার কল্যাণে এগিয়ে আসেন : প্রবাসী দুলাল আহমদ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১৭০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ উপহার বিতরণ করেছেন সৌদি আরব প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব দুলাল আহমদ।

শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় তিনি পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেন।

সৌজন্য সাক্ষাতে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মূল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাব এর একাংশের সাধারণ সম্পাদক নবীন সোহলে।

সৌজন্য সাক্ষাতকালে প্রবাসী দুলাল আহমদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকদের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি উঠে আসে পত্র-পত্রিকায়। সকল দুর্যোগকালীন সময়ে সাংবাদিকরা সবার আগে মানবতার কল্যাণে এগিয়ে আসেন। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের কলমের মাধ্যমে দূর্যোগপূর্ণ মানুষের ইতিকথা তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656