শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সিলেট শহরে প্রকাশ্যে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে

সিলেট নগরীতে শক্রতার জেরে প্রকাশ্যে সাংবাদিকের উপর হামলা চালিয়েছে একদল চিহিৃত সন্ত্রাসী।

রোববার (১৭ জুলাই) নগরীর বন্দরবাজার এলাকার পড়শী রেস্টুরেন্টের সামন থেকে প্রকাশ্যে নির্যাতন করে রংমহল টাওয়ারের পূর্ব পাশে পুরাতন জেলের পরিত্যাক্ত কোয়াটারের ঘরে নিয়ে এ হামলা করেন সন্ত্রাসী হানিফ সহ তার সহযোগীরা।

জানা গেছে, সন্ত্রাসী হানিফ ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ সহ এসএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেন এবং সাইবার ট্রাইব্যুনালে গত ৩০ জুন মামলা নং- ৯৮/২২ দায়ের করেন দৈনিক সোনালী সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার (ক্রাইম) রায়হান হোসেন।

এই শক্রতার জেরে সন্ত্রাসী হানিফ তার লোকজন নিয়ে প্রকাশ্যে এ হামলা চালায়। পরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রায়হানকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠান। আহত রায়হান বর্তমানে হাসপাতালের ২৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিক রায়হানের পরিবারের পক্ষে কোতোয়ালী থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656