শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু!! 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৮১ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।

মহি উদ্দিন আরিফ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাড়ির সামনের পুকুরের পানিতে গোসল করতে গিয়ে সাব্বির মিয়া (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ আগষ্ট) সকাল ৭টার দিকে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাব্বির মিয়া ওই গ্রামের মোঃ আফতাব উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও যুবকের পরিবার সূত্রে জানা যায়, সাব্বির মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। আজ শনিবার সকাল সাতটার দিকে বাড়ির সামনে থাকা পুকুরের পানিতে গোসল করতে গেলে এক পর্যায়ে পানিতে ডুবে গিয়ে তলিয়ে যান। অনেক খোঁজাখৃুঁজির পর ওইদিন সকাল আটটার দিকে ওই পুকুর থেকে মৃত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে এলাকাবাসী।

পাইকুরাটি ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল হাওর বার্তা কে বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656