শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সিলেটে বোরকা পরে চুরি: আটক যুবক!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন: সিলেট নগরীর অভিজাত এলাকা শাহজালাল উপশহরে বোরকা পরে চুরি করতে গিয়ে গণধোলাই খেয়েছেন নাছির আহমদ (৩৬) নামের এক যুবক। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ওসমানীতে চিকিৎসার জন্য নিয়ে যায়। নাসির জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নানের ছেলে।

রোববার (২১ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে নগরীর উপশহরের জে ব্লকের ১৬ নং বাসায় এ ঘটনা ঘটে।

সিলেট সিটি কর্পোরেশনের ২২ ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ সেলিম জানান, তিনজন চুরের দল রবিবার (২১ আগস্ট) বিকেলে বোরকা পরে দুইটা আনারস নিয়ে বাসায় এসে কলিং বেল দেয়, ভিতর থেকে দরজা খোলার পর চুরদল বাসার পুত্র বধূ ও শিশু বাচ্চার গলায় চাকু ধরে, ঐসময় বাসার বয়স্ক মহিলা বেলকনিতে গিয়ে দরজার ছিটকিনি আটকিয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে চুর দলের একজনকে পাকড়াও করে ফেলে এবং অপর দুইজন পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিক এসে গণপিটুনিতে আহত চুর দলের সদস্য কে আটক করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানায়- রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর উপশহরের জে ব্লকের ১৬ নং বাসায় বোরকা পরে এক যুবক চুরির চেষ্টা করে। এসময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে তাকে আটক করে গণধোলাই দিয়ে আমাদের খবর দেন। পরে আমরা এসে তাকে আটক করে ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করি। বর্তমানে সে হাসপাতালে রয়েছে।

সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হজরত শাহপরান (রহ.) থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আনিসুর রহমান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656