শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

তালা সদরের সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলামের জানাজায় জনতার ঢল

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৪৫ বার পড়া হয়েছে

মোঃ লিটন হোসাইন তালা সাতক্ষীরা প্রতিনিধি।।

তালা সদর ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও প্রবীন শিক্ষক শেখ নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত ১০টা ১০ মিনিটে খুলনার একটি হাসপাতালে ব্রেন স্ট্রোক জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম আটারই গ্রামের ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তয়েজউদ্দীন শেখের ছেলে ও তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপাধ্যক্ষ শফিকুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান রিজাউল ইসলামের ভাই। তিনি সফলতার সাথে দুই দফায় তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন।

মরহুমের জানাযা নামাজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় তালা সরকারি কলেজ মাঠে ও পরে আটারই গ্রামে তার নিজ বাড়িতে যোহরের নামাযের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন,তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান সহ জনতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656