শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

নাসিরনগরে সংস্কৃতিকর্মীদের আর্থিক সহায়তা প্রদানে ভার্চুয়ালে সংযুক্ত হন -সংগ্রাম এম পি,,হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৮৯৫ বার পড়া হয়েছে

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের কারণে অস্বচ্ছল কর্মহীন সংস্কৃতিকর্মীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হন, ব্রাহ্মণবাড়িয়া -(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।
আজ ১৩ মে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিস কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে সংস্কৃতিকর্মীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে কন্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, চিত্রশিল্পী, দোতারা শিল্পী, নাট্যশিল্পী, বংশীবাদক, সংগীত শিল্পী, ঢুলিসহ
প্রত্যেককে ৫০০০(পাঁচ হাজার) করে ৮ জনকে মোট ৪০০০০(চল্লিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656