শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: হঠাৎ করে মধ্যরাতে অগ্নিকাণ্ডে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার তেরহাল গ্রামের প্রায় ৮ টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।

শনিবার দিবাগত রাত ১২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে জানা যায়। আগুন লেগে মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো ঘরে। গ্রামবাসী অনেক চেষ্টা করেও আগুন নিভাতে পারেনি।

অগ্নিকাণ্ডের খবর ফায়ার সার্ভিস পেলেও গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকার করনে ঘটনাস্থলে সময়মতো পৌঁছাতে পারেনি।এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর, আসবাবপত্র, গোলায় থাকা ধানসহ গুরুত্বপূর্ণ জিনিস পুরে প্রায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের শিশু নারীসহ বয়স্করা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমীর আলী বলেন, রাতে আমরা ঘুমিয়েছিলাম। হঠাৎ দেখি আগুন জ্বলছে। কিছু বুঝে উঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে যায়। আগুনে ৮টি ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরনের কাপড় পর্যন্ত ঘর থেকে নিয়ে আসতে পারিনি। আমরা এখন কোথায় থাকবো কোথায় খাবো।

স্থানীয় আব্দুর রউফ বলেন, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি। ফায়ার সার্ভিসের লোকের এসেছে সব পুড়ে যাওয়ার পর। অনেক চেষ্টা করেও গ্রামবাসী আগুন নিভাতে পারেনি। বড় ধরনের ক্ষতি হয়ে গেল।

এদিকে খবর পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656