শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

তাহিরপুরে ছাদ থেকে মাথায় রড পড়ে স্কুলছাত্রীর মৃত্যু!! 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৮৭ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম : সুনামগঞ্জের তাহিরপুরে নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ থেকে মাথায় রড পড়ে ঊষা মনি (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলার শ্রীপুর গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম সরোয়ার ডালিম বলেন, সকালে বিদ্যালয়ে নির্মাণ কাজ চলছিল। সে সময় ভবনের ছাদ থেকে লোহার রড বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ঊষা মনির মাথায় পড়লে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর অবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ওই ঘটনার সময় বিদ্যালয়ে কোন শিক্ষক ছিলেন না।

শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, বিদ্যালয়ের তৃতীয় তলার ছাদের উপর থেকে লোহার রড ঊষা মনির মাথার উপর পড়লে আঘাত পেয়ে সে মারা যায়। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, স্কুল শিক্ষার্থী ঊষা মনিকে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল।

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656