শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

কুলাউড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৫৯ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে জয়নাল মুন্সি নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। ৭ নভেম্বর রাত সাড়ে ৬ টার দিকে ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার নোয়াবাগিচা বাগানের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত জয়নাল রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকার বাসিন্দা এবং টেংরা বাজারের একজন ফল ব্যবসায়ী। এদিকে মৃত্যুর ঠিক আগ মুহুর্তে স্থানীয়দের করা এক লাইভে হত্যা কারীর নাম-ঠিকানা বলে গেছেন জয়নাল মুন্সি। আর এরই সুত্র ধরে সাড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ।

এদিকে মৃত জয়নালের কথার সুত্র ধরে মুছা নামক ব্যক্তির পরিচয় বের করতে স্বক্ষম হয়েছেন স্থানীয় লোকজন। মুছা হচ্ছেন জয়চন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাঁচপীর জ¦ালাই এলাকার মৃত শামছুল ইসলাম এর ছেলে মসনব ইসলাম মুছা। ওই ওয়ার্ডের মেম্বার মো: মনু মিয়া জানান, মসনব ইসলাম মুছা আমার ওয়ার্ডের বাসিন্দা। আমার জানামতে তিনি রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকার একটি মসজিদে ইমামতি করেন।

নিহতের ছেলে মাছুম মিয়া বলেন, মুছা হুজুরের ফোন পেয়ে আমার বাবা বিকেলে দোকানে আমাকে বসিয়ে রেখে কুলাউড়ায় যান। মুছা আমাদের গ্রামের মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেজন্য আমার বাবার সাথে ভালো সম্পর্ক ছিলো। মুছার সাথে আমার বাবার ব্যবসায়িক কিছু লেনদেনও ছিলো।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, আর্থিক লেনদেনের কারণে জয়নালকে হত্যা করা হতে পারে। জড়িতদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656