শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সৌদি আরব সফরে জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটি।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সৌদি ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক, উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র জনাব সাঈদ খোকন, সহ-সভাপতি জনাব হাজী মোহাম্মদ আওলাদ হোসাইন, সেক্রেটারি জেনারেল ড. শহীদুল্লাহ খান মাদানী সৌদি আরব সফর করেন।

এ সফরে তারা সৌদি ধর্ম মন্ত্রী ড. আব্দুল লতিফ আলুশ শাইখ ও মসজিদে নববীর অন্যতম ইমাম ও খতিব ড. হুসাইন বিন আব্দুল আজিজ আলুশ শাইখের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের ইসলাম প্রচারে অবদানকে তুলে ধরেন।

অতঃপর তাদের মদিনায় আগমণ উপলক্ষে গত ১৬ ডিসেম্বর রোজ শুক্রবার বাদ আছর বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ইউনিভার্সিটির কনফারেন্স হলে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী, মদিনার হারাম শাখার দায়িত্বশীলবৃন্দসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ তাদের বক্তব্যে ইসলামের সঠিক আকীদা ও আমল নিজেরা মেনে চলা ও জনগণের কাছে পৌঁছে দেয়া এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার উদাত্ত আহবান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656