শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৩ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার( সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দিলারা বেগম(৫০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার(২৭ জানুয়ারী) সকালে উপজেলার টেবলাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দিলারা বেগম উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের জাকির হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়,শুক্রবার বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রাসেল মিয়ার ভাড়াটিয়া মোটরসাইকেলের পিছনে বসে দিলারা বেগম ও পারুল বেগম মোটরসাইকেল যোগে শান্তিপুর মোড় থেকে টেবলাই যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছামাত্র রাস্তায় খনা-খন্দ থাকায় অসাবধনতাবশত চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ফেললে মোটরসাইকেলের পিছনে বসা দিলারা বেগম ও পারুল বেগম মোটরসাইকেল হতে ছিটকে রাস্তায় পড়ে দিলারা বেগমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং পারুল বেগম হাতে ও কোমরে আঘাত পান।

স্থানীয় লোকজন এবং তাহাদের আত্মীয় স্বজন দ্রুত তাদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাহাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা বেগম শুক্রবার বিকাল ৫টার দিকে মৃত্যুবরন করেন।আহত পারুল বেগমের চিকিৎসা চলছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656