শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

৫ম বারের মতন রক্তদান করলেন- নাহিদুল ইসলাম পারভেজ। 

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: মানবিকতার সবচেয়ে বড় নিদর্শন হলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এই সেবার গুরুত্বের শেষ নেই। কারণ আমাদের দেশে বছরে রক্তের চাহিদা থাকে প্রায় ৮-১০ লাখ ইউনিট। এই অবস্থায় কারো স্বেচ্ছায় রক্তদানের বিষয়টি অতি তুচ্ছ নয়, বরং তা বীরত্বের পরিচয়। তাই মুমূর্ষু রোগীদের প্রাণের স্পন্দন টিকিয়ে রাখতে আমাদের সবার উচিত স্বেচ্ছায় রক্তদান এবং কর্মসূচিতে অংশগ্রহণ করা।

যদি করি রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৫ম বারের মতন O+ রক্তদান করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ। সোমবার (৩০শে জানুয়ারি) রাতে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিজের ৫ম বারের মতন এবং তার গর্ভধারণী মাতাময়ী মা কে ১ম বারের মতন রক্ত দান করে পারভেজ।

নাহিদুল ইসলাম পারভেজ বলেন, রক্তদান নিঃসন্দেহে একটি মহৎ কাজ। আর আমি ভাগ্যবান এই কারণে আমি আমার গর্ভধারিণী মা কে রক্ত দিতে পেরেছি। আর আমার রক্তে যদি কারো প্রাণ রক্ষা হয়। তাহলে কেন আমি রক্তদান করব না। তাই আসুন সবাই রক্তদান করে এভাবেই সবসময় মানুষের পাশে থেকে রক্তদানের প্রতি সবাইকে উৎসাহিত করে তুলি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656