শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

নাইরে আমার ভিটে মাটি নাইরে বাড়ি ঘর।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে

নাইরে আমার ভিটে মাটি

নাইরে বাড়ি ঘর।

যাকে ভাবি আমার আপন

সে যে হয় আমার পর।

এই দুনিয়ার লীলা খেলা বুঝা ভীষন দায়

ক্ষনে ক্ষনে লাগে আমায় বড় অসহায় (২)

সূর্য উঠে পূর্ব দিকে

সবাই সেটা জানে

 জীবন চলে কোন বাহানায়

 কেবা বলতে পারে (২)

 নাইরে আমার ভিটে মাটি

 নাইরে বাড়ি ঘড়

 যাকে ভাবি আমার আপন

 সে যে আমার পর।

 সবাই খুজেঁ পায়রে সুখ

 আমায় করে পর,

 বুঝলাম নারে একি দুনিয়ার

 একি খেলাঘর (২)

 নাইরে আমার জাত বর্নতা

 নাইরে আমার অহংকার,

 কিভাবে থাকিবে আমার শেষ অলংকার।

 সবাই মোরে ছাড়তে পারে, আমি পারিনা

 কেবা জানে আমিত উরাল জানি না।

লেখক: রুবিনা আক্তার জুলি শিক্ষার্থী,জাউয়া বাজার (ডিগ্রি) কলেজ, ছাতক সুনামগঞ্জ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656