শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

পহেলা ফাল্গুন- রৌনকা আফরুজ সরকার ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে

পহেলা ফাল্গুন

রৌনকা আফরুজ সরকার


 

ভালোবেসে ফুলবনে ভ্রমর খুন পহেলা ফাল্গুন।

মন পবনের নাওয়ে ভালোবাসার ছড়াছড়ি।

মাতাল হয়ে ফুলবনে ভ্রমর খাচ্ছে গড়গড়ি।

শাড়ী ছুঁইয়েছে আজ বাসন্তী রঙ

নাট্যমঞ্চে চলছে হলদে ঢঙ।

ভালোবেসে বইছে ভালোবাসার পবন

ফাগুনের আগুন আর থাকছে না গোপন।

কে যে ডালে বসে দেখছে পাতার ফাঁকে

মিলতে চাইছে সব মাতাল বাঁকে।

পাপড়ি ছোঁড়ার গল্পটা মন্দনা

আজ শুধু ভালোবাসা, আজ কোন দ্বন্দ্ব না।

ছন্দে ছন্দে ভরে ওঠেছে ফাগুন মেলা

ভালোবেসে যাচ্ছে কেটে মধুর বেলা।

মনের রঙ বিছিয়েছে জাল

মনপবনের নাও ছুটছে উড়িয়ে পাল।

আজ পহেলা ফাল্গুনে ওঠেছে জমে প্রথম প্রেম

চোখে চেয়ে চোখেই ইতিহাস লিখছে শ্যাম,

চারপাশে ফুটেছে এত এত ফুল রূপ দেখেই মন বেভুল।

আছে যার হৃদয়ের ক্ষত এমন ফাল্গুনে যাক হয়ে গত,

আজ ভালোবাসার নতুন সূর্য উঠুক আঁধার কেটে

জীবনে আলো ফুটুক।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656