শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

কুমারখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের দাফন,,হাওড় বার্তা 

এনামুল হক ইমন
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৯৫ বার পড়া হয়েছে

কুমারখালী প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌরসভার চেয়ারম্যান আব্দুর রহিম জোয়ার্দারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বাদ যোহর কুমারখালী স্পোর্টিং ক্লাব মাঠে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানের উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তেবাড়ীয়া গোরস্থানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তার লাশ দাফন করা হয়।

বার্ধক্যজ্বনিত কারণে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কুষ্টিয়া -৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জোয়ার্দার যুদ্ধ পরবর্তীকালে ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত কুমারখালী পৌরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656