শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

একুশের কবিতা  -রৌনকা আফরুজ সরকার। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

একুশের কবিতা 

-রৌনকা আফরুজ সরকার 


বাংলা মাগো, জন্মে তোমার কোলে

বলছি মোরা এখন বাংলা বোলে।

বাংলা ভাষায় লিখছি একুশের কবিতা

বাংলা বর্ণমালায় আলোকিত কবিতার সবিতা।

বাংলায় এঁকে দিয়ে গেলো যারা রক্ত দিয়ে আল্পনা

সেই ভাষা শহিদদের আমরা কভু ভুলবো না।

ভাষা শহিদদের রক্তে রাঙানো আমাদের বণর্মালা

সারা বিশ্বজয় করে পরেছে বিজয়ের মালা।

বীর বাঙালি ১৯৫২ সালে করেছিলো ভাষা যুদ্ধ

বাঙালির শক্তিতে,ভক্তিতে ঊর্ধ্বু ভাষা ছিল অবরুদ্ধ।

সালাম, বরকত, রফিক, সহ অনেক নাম না জানা মুখ

এনে দিয়েছে মোদের ভাষা স্বাধীনতার সুখ।

অনেক রক্তের বিনিময়ে ভরে ওঠেছে বর্ণমালার ঝুড়ি

ভয় নেই আর, আর পারবেনা করতে মায়ের ভাষা চুরি,

আমরাও বাংলা ভাষা প্রেমি হয়ে গড়বো নতুন ইতিহাস

আমাদের বুকে আছে একুশের চেতনা, আছে উচ্ছ্বাস।

বাংলা ভাষা কারো গোলামি করেনা

ভাষার উপর আসলে আঘাত বাঙালি ছাড়েনা,

বাঙালির ভালোবাসা কুড়িয়ে এনেছে ভাষার বিজয়

বাংলা ভাষা আজ বিশ্বকে জয় করে ইতিহাসে অক্ষয়।

আজ একুশের কবিতায় ইতিহাস গেছে ছেয়ে

কোকিল বাংলায় আপন মনে যাচ্ছে গেয়ে,

ভাষাশত্রুরা ধুরুধুরু কাঁপছে ভয়ে

কবিতার রাজপ্রাসাদ ধন্য হলো বাংলা ভাষার জয়ে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656