


স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে ইন্সপায়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) মৌলভীবাজার জেলার ১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল এর পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইন্সপায়ার
ফুটবল একাডেমি মির্জাপুর শাখার সভাপতি মোঃ জামাল মিয়া, যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলী আমজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং মির্জা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের মেম্বার আয়মন আলী, ইন্সপায়ার ফাউন্ডেশনের সভাপতি এখলাছুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক গীতিকার হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, নবীগঞ্জ উপজেলা কমিটির কোষাধ্যক্ষ মোঃ সুমন মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাউল তাহের উদ্দিন, বাউল বিরহী মিলন, ইন্সপায়ার ফাউন্ডেশনের সদস্য তুহিন মিয়া, ঈমানী, রুহিন, কোয়াজ, জাহাঙ্গীর, হালিম প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে ইউপি চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী সহ অতিথিগন ইন্সপায়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী আব্দুল মতিন কে ধন্যবাদ জানান। তারা বলেন ইতিপূর্বে ইন্সপায়ার ফাউন্ডেশন, ইন্সপায়ার ফুটবল একাডেমির বেশ কয়েকটি প্রোগ্রামে উপস্থিত ছিলাম সেখানে গরীব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি আহবান জানান। সবসময় সংগঠনের পাশে থাকার কথা জানান অতিথিরা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী আম্বর আলী।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

