শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ছবি অবমাননা করায় যুবক গ্রেফতার,,হাওড় বার্তা 

বি এম বাবলুর রহমান
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৮৬১ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে মানহানিকর পোস্ট করায় মমিন মোড়ল(৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। সে উপজেলার শিরুশুনী গ্রামের আজিজ মোড়লের ছেলে।
তেতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার তেতুলিয়া গ্রামের আজিজ মোড়লের ছেলে মমিন মোড়ল গত ৮ই মার্চ দুুপুর আনুমানিক ১ টার দিকে তার ব্যবহৃত ফেসেবুকে বঙ্গবন্ধু কে নিয়ে মানহানিকর পোস্ট করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদির নির্দেশে আমি বাদী হয়ে তালা থানা একটি মামলা দায়ের করি। পরে পুলিশ মমিনকে গ্রেফতার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাওছার জানান, বঙ্গবন্ধু কে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট প্রদান করায় মমিন মোড়ল এর বিরুদ্ধ ২০১৮ এর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারা মোতাবেক একটি মামলা করে করে পূর্বক গ্রেফতার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা নং ২ তারিখ ০৯.০৪.২১।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656