রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

কেন্দ্রীয় সভাপতির জন্মদিনে সুনামগঞ্জ ছাত্রলীগ নেতার খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি: ইফতিয়াজ সুমন
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন’র জন্মদিন উপলক্ষে শহরের হাসননগরস্হ সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সাগর।

শুক্রবার (১০ নভেম্বর ) বিকালে সরকারি শিশু পরিবারের হল রুমে ৭৪ জন শিক্ষার্থীদের মাঝে এসব খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সাগর বলেন, আমার নেতা সাদ্দাম হোসেন ভাইয়ের জন্মদিনে আমরা ব্যতিক্রম উদ্যোগ নিয়েছি।আমরা সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদেরকে খাবার, শিক্ষা সামগ্রী বিতরণ করেছি এবং শিশু পরিবারের প্রাঙ্গণে গাছের চারা রোপন করেছি। আমি সবার কাছে আমার নেতা সাদ্দাম হোসেন ভাইয়ের জন্য দোয়া চাই।
সকলেই আমার নেতা সাদ্দাম হোসেন ভাইয়ের জন্য দোয়া করবেন।
জেলা ছাত্রলীগের উপ- গণশিক্ষা বিষয়ক সম্পাদক রোহানুজ্জামান বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন’র জন্মদিনে জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সাগর’র নেতৃত্বে সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদেরকে খাবার, শিক্ষা সামগ্রী বিতরণ করেছি এবং গাছের চারা রোপন করেছি। আমরা সাদ্দাম হোসেন ভাইয়ের জন্য দোয়া ও সুস্বাস্থ্য কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের উপ- আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি হিমেল মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান ও অন্তর।পৌর ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ শিহাব,সাংগঠনিক সম্পাদক পলক গোপ,সদর উপজেলা শাখার সহ সভাপতি মোজাম্মেল হোসেন রিয়াদ,যুগ্ম সাধারণ সম্পাদক উবায়েদ হোসেন সহ অর্ধশতাধিক ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656