শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

হাওর বার্তা ডেস্ক |
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩৮ বার পড়া হয়েছে

অদ্য ০৯ ডিসেম্বর, ২০২৩ তারিখ সকাল ১০.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ প্রাঙ্গণে জেলা প্রশাসন, সুনামগঞ্জ এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সুনামগঞ্জের আয়োজনে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষে মানববন্ধন, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ; জনাব সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক, সুনামগঞ্জ; জনাব মো: জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ; জনাব মো: ইকরাম হোসেন, সহকারী পরিচালক, দুদক, সিলেট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নূরুর রব চৌধুরী, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সুনামগঞ্জ। স্বাগত বক্তব্য রাখেন খলিল রহমান, অ্যাডভোকেট, সাধারণ সম্পাদক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সুনামগঞ্জ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. বোরহান উদ্দিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ। এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656