শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

আলোকিত যুবসমাজের তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

মাহমুদুল হাসান প্রতিনিধি শান্তিগনজ
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

৯ ডিসেম্বর-২৩ইং শনিবার আলোকিত যুবসমাজ কাকুড়া বাজার, বারহাট্রা, নেত্রকোনা’র উদ্যোগে গেরিয়া হাই স্কুল মাঠে জামিয়া ক্বাসিমিয়া মোহনগঞ্জ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওঃ নূরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে ও হাফিজ তৌফিক আহমদ ধর্মপাশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মহাগ্রন্থ থেকে আলোচনা পেশ করেন ভারত থেকে আগত মুফতি মিজানুর রহমান ক্বাসিমী, হাফেজ মাওঃ ইসমাইল বিন সফিক সিলেট, মাওঃ আবু সাঈদ শামছী ভালুকা, বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা করেন হাফেজ মাওঃ হামীম হাসান জিহাদী নেত্রকোনা, হাফেজ আবুল বাশার গাবী মাদরাসা, মাওঃ আফজাল হোসাইন আজমী ত্রিশাল, মুফতি সুলেমান আল মাহদী মোহনগঞ্জ, মাওঃ আবুল হাসান ফয়সল মোহনগঞ্জ, মাওঃ আজিজুর রহমান হাকিমী ধর্মপাশা, মুফতি মুহসিন আহমদ ধর্মপাশা, মুফতি জহিরুল ইসলাম শমশির, মাওঃ আব্দুল মুত্তালিব, ক্বারী আলী হোসাইন যাদবপুর, মাওঃ মুজিবুর রহমান ইমাম, মাওঃ গাজী আব্দুর রহিম রুহী নেত্রকোনা সহ আরোও অর্ধশতাধি আলেম উলামা তাশরীফ আনেন। উক্ত এলাকার সর্বস্বরের ধর্মপ্রাণ মানুষ সফলতার লক্ষ্যে দিনরাত মেহনত করে যান। তাই শতভাগ সফল ভাবে সম্পন্ন হয়েছে। তাই উক্ত মাহফিলের অগ্রভূমিকা পালন করায় তরুণবক্তা মাওঃ হাফিজ হামীম হাসান জিহাদী কে যুবকরা ফুল’র মালা দিয়ে শতশত মুসল্লিদের সামনে যুবকরা বরণ করে নেন। আগামী ২৪সালের মাহফিল হবে নভেম্বর মাসে। তাই সকলের কাছে দোয়া চেয়েছেন আলোকিত যুবসমাজের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুমিন খান। আল্লাহ তা’লা সবাইকে কবুল করুন। আমীন

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656