শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ-৫ আসনে পছন্দের প্রতীক পেলেন দুইপ্রার্থী। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে পছন্দের প্রতিক পেলেন দুই স্বতন্ত্র প্রার্থী সাবেক মৎস্য ও প্রণীসম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে প্রতিক বরাদ্দ অনুষ্ঠান শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস এর পছন্দের প্রতিক ঈগল ও আব্দুল্লাহ আল মামুন এর পছন্দের প্রতিক কাঁচি বরাদ্দ পান তারা। এছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল (নৌকা) বিএনএম মনোনীত প্রার্থী আব্দুল হাকিম (নোঙ্গর), এডভোকেট নাজমুল হুদা (গামছা) ও মো. ফজলুল হক (লাঙ্গল) প্রতিক বরাদ্দ পান।

পছন্দের প্রতিক বিষয়ে আব্দুল লতিফ বিশ্বাস বলেন- জণগণের চাওয়া ছিলো ঈগল প্রতিক কারণ ক্ষিপ্রতার প্রতিকও এই ঈগল তাই আমি ঈগল প্রতিক বেছে নিই। আব্দুল্লাহ আল মামুন বলেন- স্বতন্ত্র প্রার্থীদের জন্য যেসবj প্রতিক দেয়া আছে তারমধ্যে স্পষ্ট প্রতিক হচ্ছে কাঁচি। ভোটের মাঠে বড় একটি অংশ হচ্ছে সাধারণ ভোটার। ব্যলট পেপারে স্পষ্ট দেখা যাবে যা সহযেই ভোটারের নজরে আসবে।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656