শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ১৭ কেজি গাঁজা উদ্ধার।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যায়।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়। এ ঘটনায় মাদককারবারি ভুদেশ্বর মালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ভুদেশ্বর উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটবিল এলাকার পরলোকগত বানেশ্বর মালের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে ওসি হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য আমু চা বাগানের ১২ নম্বর সেক্টরের দিকে অবস্থা করছে মাদককারবারি ভুদেশ্বরসহ তার লোকজন। এমন তথ্যের ভিত্তিতে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক এসআই খোরশেদ ও সহকারী উপ-পরিদর্শক সুমন মিয়াসহ একদল পুলিশ আমু চা বাগানের ১২ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে ভুদেশ্বর মাল গাঁজার বস্তা পালিয়ে সু-কৌশলে পালিয়ে যায়। পরে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য এক লাখ ৭০ হাজার টাকা।ওসি বলেন, পলাতক আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656