শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থী-!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে ছাত্রলীগের হামলায় আহত পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা এস এম শামসুল আরিফিন (২০)।

রবিবার (১৮) ফেব্রুয়ারি রাত ৯ ঘটিকার দিকে শামসুল আরিফিন স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তাৎক্ষণিক পৌরসভার ৩নং ওয়ার্ডের পার্শ্ববর্তী রাস্তার মোড়ে ১০ থেকে ১২ জন্য সন্ত্রাসী তাকে ধাওয়া করে। এবং এক পর্যায়ে তাকে মারধর করে।

আহত শামসুল আরিফিন স্থানীয় একটি স্কুলের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। সে মৌলভীবাজার পৌর ছাত্রদল সাবেক সহ-প্রচার সম্পাদক এম এম ইয়াজদীনের ছোট ভাই বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে আমরা হঠাৎ চিৎকার শুনতে পাই। তাৎক্ষণিক এগিয়ে এসে দেখি শামসুল আরিফিন (২০) নামক যুবক কে রাস্তায় রুমাল দিয়ে মুখ বাঁধা অবস্থায়। স্থানীয়দের সহায়তা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ জানান, আহত শামসুল আরিফিনের বড়-ভাই এম এম ইয়াজদীন বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে ৫ জনকে আসামি করা মামলা করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্তের জন্য কাজ শুরু করেছে।

 

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656