শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

উন্নয়নে আ-জীবন কাজ করব : রনজিত সরকার এমপি।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

নিজস্ব প্রতিনিধি: জামালগঞ্জের ঐতিহ্যবাহী ফেনারবাঁক গ্রামবাসীর ব্যানারে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার রাতে ফেনারবাঁক গ্রামের বড় বাড়ির মাঠে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রনজিত বলেন, জাতীয় জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বের বুকে রুল মডেল হিসেবে পরিচিত হয়েছে। সারা দেশ অভুতপুর্ব উন্নয়ন হলেও আমার নির্বাচনী এলাকায় দৃশ্যমান তেমন কোন উন্নয়ন হয়নি। আমারা বিগত ১৫ বছরে এই এলাকা উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছে। তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচনে এই এলাকায় কালো টাকার খেলা হয়েছে। আপনারা ভয় ভিতির উদ্ধে উঠে নি:স্বার্থে বঙ্গ বন্ধুর নৌকায় ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন। আমি সব সময় চেষ্টা করবো আপনাদের কে সাথে নিয়ে জনগনের কল্যানে কাজ করার। আপনারা আমাকে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। তিনি বলেন, মানুষের চিকিৎসা সেবার মানোন্নয়ন করতে জামালগঞ্জে আরো একটি হাসপাতাল নির্মানের পরিকল্পা প্রায় শেষের পথে স্থান নির্ধারণ করে দ্রুত কাজ করার চেষ্টা করে যাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমি আপনাদের পাশে থেকে হাওর এলাকার উন্নয়নে আ-জীবন কাজ করে যাবো।

আওয়ামীলীগ নেতা মিছবাহুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রনেতা তানভীর কবির সুমনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রথমেই প্রধান অতিথিকে গ্রামবাসীর পক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা প্রদান করেন আওয়ামী লীগ নেতা মো: বজলুর রহমান চৌধুরী ও মিজবাহুল কবির চৌধুরী। ফুল দিয়ে বরণ করেন গ্রামের মোরব্বী গোলাম ফারুখ চৌধুরী, সাজ্জাদ হোসেন চৌধুরী, আ:বাতেন তালুকদার ও শিক্ষার্থী তাসফিয়াহ চৌধুরী প্রাচী প্রমুখ।

অনুষ্ঠানে বিশষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সিলেট জেলা ছাত্রলীগ সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মিঠু তালুকদার।

সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেন করে সুরে মুর্চনায় মাতিয়ে তোলে দরকার।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656