শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

তাহিরপুর সীমান্তে পাথর চাপায় বাংলাদেশির মৃত্যু।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে কয়লা আনতে গেলে পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত যুবক আইয়ূব আলী (২৭) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রজনীলাইন গ্রামের মজনু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ভোর চারটার দিকে টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এসময় পাথরচাপায় তার মাথা থেঁতলে যায়।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন চোরাই পথে ভারত থেকে কয়লা আনতে গেলে পাথর চাপায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ সুরতহাল শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে কয়লা আনতে ভারতে অনুপ্রবেশ করে পাথরের নিচে চাপা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যুর প্রসঙ্গে টেকেরঘাট সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান এর কাছে জানতে চাইলে, তিনি এ বিষয়ে বক্তব্য দিতে পারবেন না জানিয়ে ফোনের লাইন কেটে দেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656