শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

নাসিরনগরে ভেক্যু দিয়ে মাটি উত্তোলনে ২ লক্ষ টাকা জরিমানা।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন করার দায়ে ২ ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা আদায়।

বুধবার ২০ মার্চ ২০২৪খ্রিঃ নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেলে নাসিরনগর উপজেলাধীন গোকর্ণ ইউনিয়নের বেড়িবাধ এর উপর অবস্থিত ভাঙা ব্রিজ সংলগ্ন কৃষি জমি থেকে মাটির উর্বরতা নষ্ট করে জমির টপসওয়েল কর্তন করায় দুইজনকে আটক করেন। জমির উর্বরতা নষ্ট করে ভেক্যু দ্বারা অবৈধভাবে মাটি কর্তন করায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ (ক) ধারা লঙ্ঘনের অপরাধে গোকর্ণ গ্রামের (১) মোঃ ছাবেদ আলী(৪৫) কে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং গোকর্ণ গ্রামের (২) মোঃ রাশেদুজ্জামান(২৮) কে এক লক্ষ টাকা অর্থদণ্ড সর্বমোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656