শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

দোয়ারাবাজারে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (প্রতিনিধি) সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রামিম নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রামিম (৪)উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত রামিম রাস্তার পাশে বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা পাশে বসা ছিলেন। দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা গাড়ি চালক জসিম উদ্দিনকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656