শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

ছাতকে হালচাষের কৃষিযন্ত্র চুরি। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে এক হতদরিদ্র কৃষকের সিলেটের আলীম কোম্পানীর ১ লক্ষ ১০ হাজার টাকা মুল্যোর কৃষিযন্ত্র হ্যান্ড পাওয়ার মেশিন চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

জানাযায়, উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের সমর আলীর ছেলে কৃষক জিয়াউর রহমান কৃষি কাজ করার জন্য সম্প্রতি জীবিকা নির্বাহের জন্য ১টি কৃষিযন্ত্র পাওয়ার মেশিন ক্রয় করেছিলেন এবং বেশ কয়েকদিন যাবৎ পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করে  ছিলেন।

ভুক্তভোগী কৃষক জিয়াউর প্রতিদিনের ন্যায়, গত ১৯ই আগষ্ট জমিতে হালচাষ করে পাওয়ার মেশিনটি বাড়ির পাশে রেখে চলে আসেন। পরের দিন হালচাষের জন্য যথাস্থানে গিয়ে দেখতে পান পাওয়ার মেশিনটি নেই। চতুর্দিকে সম্ভাবনাময় স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।অবশেষে ভুক্তভোগী কৃষক জিয়াউর রহমান ২১শে আগষ্ট ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৭৮৬) করেন। এবং সুষ্ঠু বিচার দাবি করেন এবং তার মতন কোনো কৃষক হয়রানি শিকার না হয় এই  ব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে লিখিত ডায়েরি থানায় প্রেরণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656